নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভাই বন্ধু যুব সংগঠনের সাংগঠনিক কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে সমাজের হতদরিদ্র ও অসহায় পরিবারগুলো স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৭ মে ২০২৪ শুক্রবার রাত ৮ টায় হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে ভাই বন্ধু যুব সংগঠনের এই অফিস উদ্বোধন করা হয়। এতে ভাই বন্ধু যুব সংগঠনের সভাপতি মোঃ রাসেল মিয়াজীর সভাপতিত্বে ও মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ'র সঞ্চালনায় সংগঠনের নতুন অফিস উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আক্তার হোসেন পলাশ।
তিনি বলেন একটা সমাজ সুস্থ থাকা বা নষ্ট হওয়া উভয়টি নির্ভর করে সমাজের কিশোর যুবক ও তরুণদের উপর। তারা যদি সঙ্ঘবদ্ধ থাকে সমাজের নানামুখী উন্নয়ন তাদের দ্বারা সম্ভব হয়। আর যদি সঙ্ঘবদ্ধ না থেকে মাদক, বাল্য বিয়ে ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধীতে আক্রান্ত হয় তখন পুরো সমাজ নষ্ট হয়ে যায়।তিনি বলেন একটি সমাজ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে তরুণ ও যুবকদের কাজে লাগাতে হবে। তাদেরকে সামাজিক অবক্ষয় থেকে ফেরাতে সঙ্গবদ্ধ রাখার চেষ্টা করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাস্টার মোঃ আব্দুর রহিম মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম মেজর, ভাই বন্ধু যুব সংগঠনের সহ-সভাপতি আব্দুল করিম মিয়াজি, সাধারণ সম্পাদক খলিল মিয়াজী কোষাধক্ষ্য জয়নাল মিয়াজি, সহ-সভাপতি মনির হাওলাদার, ত্রাণ ও অর্থ সম্পাদক সুলতান ঢালী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]