বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সোহরাব হোসেনের সহধর্মিণী সাজেদা বেগমের জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে মারামারির অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
থানায় জিডি সূত্রে জানা যায় নজরুল ইসলামের বিরুদ্ধে সাজেদা বেগমের বসতবাড়ির জমিতে জোরপূর্বক বেড়া দেয়া ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
বাদী পক্ষের আত্মীয় নজরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে জ্বামেলা চলতেছে কয়েকবার সালিস হয়েছে ২০০৩ সালে নজুরুল ইসলাম গংদের পক্ষ সালিসগণ রায় দেয় তবে প্রধান সালিসদার সাবেক মেয়র, ১ নং সাক্ষির রোয়েদাত নামায় তার সাক্ষর না থাকায় বাদী পক্ষ তাদের রোয়েদাত নামা না মেনে পরে আবারও সালিশ মিমাংসার জন্য বসা হলে উক্ত সালিসগণ ২০১৬ সালে সাজেদা বেগমের পক্ষে রায় দেয় সেই থেকে উক্ত জমি তারা ভোগদখলে ছিল বলে জানান, ঘটনার দিন ১৩ মে সোমবার সকাল ৮ টার দিকে বেড়া দেয়ায় বাধা দিলে নজরুল ইসলাম গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতার মায়ের গায়ে হাত দেয় নজুরুল ইসলাম বাবুলের সহধর্মিণী সহ কয়েকজনে এমনিই অভিযোগ করেন বাদী সাজেদা বেগম।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বেড়া দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিবাদীরা।এ বিষয়ে বাবুল ডাকুয়া বলেন ওই জমি তাদের তারা রায় পেয়েছে তাই জমিতে বেড়া দিয়েছে, আর মারামারি ঘটনা মিথ্যে বানোয়াট ও উদ্দেশ্যে প্রোণোদিত।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]