মোঃ আরিফুর রহমান মামুুন পটুয়াখালীঃ
তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলাদেশ। এই দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি জন্য পটুয়াখালীর দুমকির পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাশিয়া দরবার শরীফের উদ্যোগ বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার মাঠে এ বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ ইউসুফ আলী ।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ।রোদ্রের তাপে কেউ বের হতে পারছেন না ঘর থেকে। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]