শফিক শাহিন বানারীপাড়া বরিশালঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি সংক্রান্ত মামলার আসামী জাহাঙ্গীর সরদারের জামিন না মঞ্জুর করেছে বরিশাল বিজ্ঞ আদালত।
প্রসঙ্গত গত ৬ এপ্রিল চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের হান্নান মৃধার ছেলে সোহেল মৃধা মাছ ধরার উদ্দেশ্যে খালে যায় সেখানে তার প্রতিবেশী জাহাঙ্গীর সরদারের সাথে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঘটনার দিন সোনাহার গ্রামের বাদশার মিয়ার চায়ের দোকানের সামনে সোহেল মৃধা(৩৫) গেলে জাহাঙ্গীর সরদার অকথ্য ভাষায় গালিগালাজ করে সোহেল প্রতিবাদ করলে জাহাঙ্গীর এর হাতে থাকা কোদাল দিয়ে সোহেলকে কোপ দিয়ে রক্তাক্ত করে ডাকচিৎকার শুনে লোক জন এগিয়ে আসলে আসামী জাহাঙ্গীর পালিয়ে যায়। স্থানীয়রা সোহেলকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে সোহেলের বাবা হান্নান মৃধা ৭ এপ্রিল বানারীপাড়া থানায় বাদী হয়ে মামলা করে। বানারীপাড়া থানা পু্লিশ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে বরিশাল বিজ্ঞ আলাদতে প্রেরণ করে। ১৫ এপ্রিল বরিশাল বিজ্ঞ আদালত আসামীর জামিন না মঞ্জুর করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]