নিজস্ব প্রতিনিধিঃ
সরকারের দুই মাস জাটকা নিধন বন্ধের নিষেধাজ্ঞা মেঘনায় জাটকা নিধন বন্ধের ৬০'দিনের অভয়াশ্রমের মধ্যে ২৭ দিনে আলুর বাজার নৌ'পুলিশ ফাঁড়ীর অভিযানের ১৪'টি মামলায় সর্বমোট ৬০'জন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
নদী থেকে ১৭'টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়,জব্দ করা হয় ২'টি বলগেট। ২৭ দিনে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সর্বমোট জাটকা মাছ ৫০৯৬'কেজি আটক করা হয় এবং জাল আনুমানিক এক কোটি মিটার জাল জব্দ করা হয়।আলুর বাজার নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন তিনি বলেন সরকারের ঘোষিত ৬০'দিনের অভয়াশ্রমের মধ্যে গত ২৭'দিনে আলুর বাজার নৌ'পুলিশ বিভিন্ন সময়ে মেঘনায় অভিযান চালিয়ে জেলেদের নদীতে নামতে দেইনি।যারাই নেমেছে আমরা আমাদের ফোর্স নিয়ে সেখানেই তাদেরকে আটক করছি এবং অনেকটা নিয়ন্ত্রণে রেখেছি।তিনি আরও বলেন,আমরা আলুর বাজার নৌ'পুলিশ ফাঁড়ি থেকে নদীতে নামতে জোয়ারের অপেক্ষা করতে হয়,তাই সঠিক সময়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছিনা।বাকি ৩৩'দিন নিষেধাজ্ঞা সময় রয়েছে,আমাদের আরও কঠোর নিরাপত্তার মাধ্যমে জেলেদের মেঘনায় জাটকা নিধন থেকে বিরত রাখার জন্য কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]