মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ এরশাদুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের বাঁশকাটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র্যাব-১।র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এরশাদুল কুড়িগ্রাম সদরের উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব। এই সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ এরশাদুলকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন এক মাদক ব্যবসায়ী চক্রের সাথে তাঁর সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]