মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে ৮ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও আরও ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে শনিবার উপজেলা পরিষদ ক্রীড়া সংস্থা মাঠে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসা।ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
আলোচনা সভায় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার সভাপতি মোঃ বাবর আলী বুলবুলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলেয়া পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দীন প্রমুখ এতে বক্তব্য রাখেন।
এ সময় জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার শিক্ষক রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৬'শ জনকে চিকিৎসা প্রদানের কথা থাকলেও ক্যাম্পে সেবা গ্রহীতাদের উপস্থিতি বাড়ার কারণে পরে সেটি বাড়ানো হয়েছে। আমরা অতিরিক্ত আরও তালিকা করে রাখছি। কয়েকদিনের ক্যাম্পের আয়োজন করে বাকিদের চিকিৎসার ব্যবস্থা করবো।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]