এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
এবার জাতীয় নির্বাচনের পরপরেই উপজেলা পরিষদ নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ শুরু হয়।
আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী একাধিকজন কার্যক্রম শুরু করেন। নির্বাচনে নিজের পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে মাঠ পর্যায়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন ও পুরাতন মুখের দেখা মিলছে। বেশ কজন প্রার্থীর নাম গ্রামীন জনপদে উচ্চারিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে লোকমুখে শোভা পাচ্ছে তাঁরা হলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা আবু তালেব, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।
এছাড়া রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, মক্কা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম,ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আকবর এবং জেলা কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি বাউকুল চাষী রহিম উল্লাহ।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য আহমদ করিম সিকদার,
ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল ও পোকখালী আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন।
প্রার্থীদের পক্ষে শুভাকাংখীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন প্রার্থী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মুখর পরিবেশে প্রচারণা চলছে তুঙ্গে।
ঈদগাঁও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নবগঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে ৪৭ হাজার ৪৯৪ জন পুরুষ ৪০ হাজার ২৪৩ জন মহিলা ভোটার রয়েছেন। উপজেলায় তৃতীয় লিঙ্গ বা অন্য শ্রেণীর কোন ভোটার নেই।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]