এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের সুপারি গলির আশপাশের উন্মুক্ত স্থানটিতে প্রতিনিয়ত ময়লা- আবর্জনা, কাগজপত্র ও পলিথিন ফেলানো হচ্ছে। এক শ্রেণীর পরিছন্নতাকর্মী,বাজারের দোকানদারসহ স্থানীয়রা তাদের প্রতিদিনকার ময়লা- আবর্জনা এ জায়গায় ফেলে চলে যায়। ২/১দিন পর পর ঐসব আবর্জনায় আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন থেকে নির্গত ধোঁয়ায় এখানকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে।
স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। যেন জায়গাটি বর্তমানে অভিভাবকহীন। দেখার কেউ নেই। এসব কারনে স্থানীয়দের মধ্যে বিরাজ করে তীব্র অসন্তোষ। কেউ কি এগিয়ে সমস্যাটির নিরসনে? এমন কথায় লোকমুখে শোনা যাচ্ছে। এই সড়ক দিয়ে চলাচলরত পথচারীরা উদ্ভূত পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনেকে বলেন, এটি বন্ধ করা জরুরী। এখানে বসবাস সহ চলাফেরা অনেকটা অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। এমনি জনবহুল জায়গায় দিবারাত্রি এভাবে ধোঁয়া নির্গত হলে এলাকাবাসী চরমভাবে ক্ষতির সম্মুখীন হবে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় লোকজন,ব্যবসায়ীসহ পথচারীরা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]