এম আবু হেনা সাগর ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামাবাদের
পাঁহাশিয়াখালী বর্ণমালা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
২৩শে ফেব্রুয়ারী জুমাবার রাতে পাঁহাশিয়াখালী
বাজার সংলগ্ন খেলার মাঠে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ সভাপতি আবু তালের।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল জাহান চৌধুরী।
২ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদু রাজ্জাক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শামশুল হক, সাবেক মেম্বার মোহাম্মদ ইউসুফ,পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহার, সাইফুল ইসলামসহ মেম্বার প্রার্থী গণ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে আমন্ত্রিত অতিথিগণ দুই পক্ষের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্বের পরপরেই ফুটবল গোল পোস্টে ছুট করে টুর্নামেন্টের সুচনা করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। মাঠের চতুরপাশে দর্শকদের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন প্রাইস মানিসহ ট্রফি, পরাজিতদের মাঝে রানাস আপ প্রাইসমানিসহ ট্রফি তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]