জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ নির্বাচনে আগামী ২৪ শে ফেব্রুয়ারি রোজ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে বর্তমানের মনি-তাহের পরিষদের সফল সভাপতি :- মোঃ মনিরুল ইসলাম (মনি) আবার ও শ্রমিক ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী হয়েছেন । মোঃ মনিরুল ইসলাম (মনির) পরিচালনার পক্ষ থেকে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও সাধারণ জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন ।কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং খুলনা,৯৫০ এর এিবার্ষিক সাধারণ নির্বাচন ।
নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মনি-তাহের পরিষদের বর্তমান সফল সভাপতি মোঃ মনিরুল ইসলাম (মনির) শ্রমিক ইউনিয়নের ভোট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন :- সকল শ্রমিক ভাইদের দোয়া ও ভালোবাসার সমর্থনে আপনাদের মাঝে এসেছিলাম এবং সকল শ্রমিক ভাইদের সর্ব দিক থেকে সেবা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ ।
আমি সভাপতি থাকাকালীন সময়ে চালু হয়েছে নতুন ভবন নির্মাণ , করোনা কালীন সময়ও শ্রমিকদের চাউল বিতরণ , বয়স্ক শ্রমিকদের ভাতার ব্যবস্থা , প্রতিটা ঈদে শ্রমিক ভাইদের বোনাস সহ অসহায় শ্রমিকদের সাথে থেকে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করা একমাত্র লক্ষ্য ছিলো আমার।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ আবারো আপনাদের মাঝে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন এসেছি। তাই আমার চেয়ার প্রতিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারো আপনাদের ভালোবাসার হাতকে শক্তিশালী করুন। যাতে কোন সাধারণ শ্রমিক গরিব , অসহায় নির্যাতিত সকল কে কোন অসুবিধা থেকে বঞ্চিত না হতে হয় । পরিশেষে একটি কথাই বলবো , আমি যদি আবার ও নির্বাচিত হই নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করব । ইনশাআল্লাহ ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]