গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ইছামতী নদী খননের দুপারের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে চিকাশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বারে বিরুদ্ধে। এসব মাটি ভেকু দিয়ে কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। রাতদিন এসব মাটি কেটে বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এসব অভিযোগ করেন স্থানীরা।
স্থানীয়রা জানান, মাটিবাহী এসব ডাম্প ট্রাক চলাচলের কারণে আশপাশের এলাকার বেশ কয়েকটি সড়ক ভেঙে খানাখন্দে সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন চিকাশী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ডাবলু প্রামানিক। ২০২১-২২ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধুনট উপজেলা চিকাশী ইউনিয়নের মোহনপুর এলাকার ইছামতী নদী খননের উদ্যোগ নেয়। নদী খননের মাটি তীরেই স্তূপ করে রাখা হয়। গত কয়েক দিন ধরে ডাবলু প্রামানিক ও তাঁর লোকজন দিয়ে ভেকুর (এক্সকাভেটর) সাহায্যে ওই মাটি ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার। কমপক্ষে ১০ টির মতো ডাম্প ট্রাকে মাটি কেটে নিয়ে বিক্রি করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ২৪ ঘণ্টায় চলাচল করছে অধিক ওজনের ডাম্প ট্রাক। মাটিবাহী গাড়ি চলাচলে আশপাশের সড়ক ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী বর্ষায় এই অঞ্চলের মানুষের চলাচল খুবই ভোগান্তি হবে। তা ছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ গ্রামবাসী।
ইকবাল হোসেন আরও বলেন, ‘সরকারি নদীর মাটি এভাবে কেটে বিক্রি করলেও প্রশাসনের নজরদারি দেখি না।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]