মোঃ শুকুর আলীঃ
ভুক্তভোগী নারী বলেন, মামুন আমার স্বামীর মাধ্যমে ফোন করে তার রেখে আসা জিনিসপত্র ক্যাম্পসে নিয়ে আসতে বলেন। আমি জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে গেলে সেগুলো মীর মোশাররফ হোসেন হলে রেখে আসেন মামুন। তখন আমার স্বামী অন্যদিকে থেকে আসবে বলে পাশের জঙ্গলে নিয়ে মোস্তাফিজ ও মামুন আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।'
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলম বলেন, ‘ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ঘটনা শোনার পর প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে মীর মশাররফ হোসেন হলে এসেছি। এ ঘটনায় পুলিশ আমাদের কাছে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে, আমরা প্রস্তুত আছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।’
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]