কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্ব এই সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম , সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহীন,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন খাঁন, মক্কা সেলিম, এনামুল হক এনাম, সুমত রঞ্জন বড়ুয়া, হাজি সেলিম, কাওছার উদ্দিন, জামাল উদ্দিন (হিরু), আবুল কাশেম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে দাড়িয়ে আলোচনা সভা করেন। আলোচনা সভাই সংগঠনের সভাপতি তুষার কান্তি বড়ুয়া তার বক্তব্যে বলেন প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭১ সালের ২২ ডিসেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।] নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা বিভাগ ও কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে কমিটির পক্ষ থেকে এই দিবস পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]