নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-১(গোদাগাড়ী–তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটির রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ
আবু সাঈদ।
শুক্রবার(১৫ ডিসেম্বর) চিঠি দিয়ে মাহিয়া মাহিকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, প্রতিক বরাদ্দ করার আগেই গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনি প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘণ করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।এ অবস্থায় বিধি লঙ্ঘনের দায়ে মাহিয়া মাহি'র বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ১৭ ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]