শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩০ কেজি জেলি মিশানো চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী বন্দর বাজারে অভিযান চালালে অসাধু ব্যবসায়ীরা তার উপস্থিতি টের পেয়ে ছটকে পড়ে, মাছ বাজারে তল্লাশী চালিয়ে ২ টা ককসিট উদ্ধার করার পরে ৩০ কেজি জেলি মিশানো চিংড়ি পেয়ে জব্দ করা হয়।
পরে উদ্ধার কৃত মাছ গুলো পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সহ অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত গতকালকে সামাজিক যোগাযোক মাধ্যমে বানারীপাড়া বাজারে চিংড়ি মাছে জেলি পাওয়া নিয়ে জনসাধারণ স্ট্যাটাস দিলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে বাজারে অভিযান পরিচালনা করেন।এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]