মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার কাছ থেকে পাওনা কর পরিশোধ করায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন ফরমে প্রয়োজনীয় কাগজপত্রে কোন সমস্যা না থাকায় তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।এর আগে রোববার সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকার কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে রুহুল আমীন তার কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]