মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে মোট ৫২ মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে ১৬ জন, গাইবান্ধা-০২ (সদর) ১০ জন, গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১২ জন, গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৭ জন ও গাইবান্ধা-০৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৭ জন।
জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারি রির্টার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র পৃথক পৃথকভাবে দাখিল করেন।
গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন, আফরুজা বারী (আ’লীগ), বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী (জাপা), গোলাম আহসান হাবীব মাসুদ (জাসদ), আইরিন আক্তার (কল্যাণ পার্টি), মোশাররফ হোসেন (জাকের পার্টি), ওমর ফারুক সিজার (বিএনএফ), মোঃ শরিফুল ইসলাম (গণফ্রন্ট), মোঃ আবু বক্কর সিদ্দিক (কৃষক শ্রমিক জনতা লীগ), খন্দকার রবিউল ইসলাম ( সংস্কৃতি মুক্তিজোট), হাফিজার রহমান সরদার (খেলাফত আন্দোলন), ফখরুল হাসান (কংগ্রেস পার্টি), তাজুল ইসলাম (তৃণমুল বিএনপি), স্বতন্ত্র প্রার্থীরা হলেন মোঃ মোস্তফা মহসিন, আব্দুল্লাহ নাহিদ নিগার, এবিএম মিজানুর রহমান ও মোঃ জয়নাল আবেদীন।
গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি (আ’লীগ), আব্দুর রশীদ সরকার (জাপা), গোলাম মারুফ মোনা (জাসদ), আবু তাহের সায়াদ চৌধুরী (কৃষক শ্রমিক জনতা লীগ), স্বতন্ত্র প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, মাসুমা আক্তার, সাজেদুর রহমান, মকদুবর রহমান সরকার ও রকিবুল ইসলাম।
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থীরা হলেন, বর্তমান এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (আ’লীগ), জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী রুমান (জাপা), এস এম খাদেমুল ইসলাম খুদি (জাসদ), বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়া জেনারেল (অবঃ) মোঃ মাহমুদুল হক (কল্যাণ পার্টি), মোছাদ্দেক হোসেন (জাকের পার্টি), মোঃ জাহাঙ্গীর আলম (এনপিপি), মোঃ মোস্তফা মনিরুজ্জামান (কৃষক শ্রমিক জনতা লীগ), স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সহসভাপতি সাহারিয়া খান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মফিজল হক সরকার, আজিজার রহমান বি এস সি ও ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এবং মোঃ মনজুরুল হক সাচ্ছা (বিএনএফ)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থীরা হলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ (আ’লীগ), কাজী মশিউর রহমান (জাপা), আবুল কালাম ( জাকের পার্টি), ডা: রুমি আকরাম (এনপিপি), স্বতন্ত্র প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও শ্যামলেন্দু মোহন রায়।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন (আ’লীগ), আতাউর রহমান আতা (জাপা), এ্যাড. জাহাঙ্গীর আলম (বিকল্পধারা বাংলাদেশ), ফারুক মিয়া (এনপিপি), স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ফারজানা রাব্বী বুবলী, শামসুল আজাদ শীতল ও এইচ এম এরশাদ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]