কামরুল ইসলাম চট্টগ্রামঃ
এক সময় জমাত ও বিএনপির দূর্ঘ হিসেবে পরিচিত ছিল লোহাগাড়া। বাদে মাগরিব হলে আতংকে আতংকিত হয়ে পড়ত জনসাধারণ, সন্তান হারানোর বেদনায় পিতা মাতার কান্নায় বারি হয়ে উঠতো আকাশ, বাতাস শত শত গাছ কেটে মহাসড়কে অবরোধ সৃষ্টি করত জমাত শিবিরের জঙ্গিরা আজ সেই দিন শেষ। ওসি রাশেদুল ইসলাম লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে লোহাগাড়া কে যেমন কিশোর গ্যাং মুক্ত করেছেন তেমন আজ সোনার বাংলাকে ধংস করার লক্ষ্যে জমাত বিএনপির হরতাল অবরোধে কোন পিকেটার নেই বললেই চলে গাড়ি চলে স্বাভাবিকভাবে অথচ এক দিন হরতাল অবরোধ শুনলে মানুষ বাদে আসরের পর থেকে যার যার বাড়িতে ডুকে যেত নিরব নিস্তব্ধ হয়ে যেতো লোহাগাড়া। আজকে জমাত বিএনপির সেই দিন শেষ সেই দিনের সেই স্মৃতি হয়ে এখনো লোহাগাড়া সদরে দাঁড়িয়ে রয়েছে এম কে টাওয়ার দেখলেই মানুষ আতংকিত হয়ে উঠে আজকের এই শান্তি সুস্থ পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করার অবদান এক মাত্র ওসি রাশেদুল ইসলামের।
লোহাগাড়া থানার জনসাধারণ আশা করেন যতদিন ওসি রাশেদুল ইসলাম লোহাগাড়া থানার ওসি হিসেবে থাকবেন ততদিন জমাত বিএনপি সেই নাসকতার দিন আর পিরে আসবেন না শান্তি সুস্থ পরিচ্ছন্ন লোহাগাড়ায় শান্তিতে বসবাস করবেন জনসাধারণ জনগণ ও চাই এই শান্তির পরিবেশ ধরে রাখতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম লোহাগাড়া থানায় বেছে থাক।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]