জি এম রাজু আহমেদ কালীগঞ্জঃ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা ১১ নম্বর রতনপুর ইউনিয়ন দুই নাম্বার ওয়ার্ড গড়ুইমহল শেখপাড়া যুব সমাজ আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চারদলীয় হাডুডু প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে খেলা শেষ হবার পরে ফাইনাল রাউন্ড ওঠেন নৈহাটি যুব সংঘ ও গড়ুইমহাল শেখপাড়া ।
উক্ত খেলায় জয় লাভ করে নৈহাটি যুব সংঘ।
বাংলাদেশের জাতীয় খেলা হাডুড যা একসময় ছিল মানুষের প্রাণপ্রিয় খেলা। হয়তো চর্চার অভাবে তা বিলুপ্তের পথে। তবে দেশ শাসন আমলের পর থেকেই বাংলার মানুষের প্রাণে মিশে আছে এই হাডুডু খেলা । সেই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে এই হাডুডু খেলা গডুইমহাল যুবসমাজ ।আজ এই হাডুডু খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ১১ নম্বর রতনপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রতনপুর ইউনিয়ন আশরাফুল হোসেন খোকন ।
আজকের খেলায় সার্বিক সহযোগিতায়
কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক অব-সরপ্রাপ্ত শিক্ষক মৃত: শেখ গোলাম ইছা মাস্টার এর গর্বিত সন্তান গড়ুই মহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর এ,কে কল্যান সংস্থা'র পরিচালক, আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা প্রবাসী মোঃ শেখ আলমগীর হোসেন ও শরিফুজ্জামান শরীফ ।
বিশেষ অতিথি রতনপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের সদস্য সইবুল্লাহ। বিশেষ অতিথি রতনপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি সাবেক ফুটবলার মোঃ মারুফ হোসেন । বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি রতনপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক রাজু আহমেদ। বিশেষ অতিথি ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি মোঃ মোর্তজা হোসেন আহবায়ক কুশুলিয়া ইউনিয়ন যুবলীগ। বিশেষ অতিথি আব্দুস সাত্তার ডাবলু সহ-সভাপতি ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ। বিশেষ অতিথি মৃণাল বাবু সহ-সভাপতি ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ ।
বিশেষ অতিথি সবুজ হোসেন বি আর টি সি ও সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক। বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগ রতনপুর ইউনিয়ন সাবেক সভাপতি ও শিক্ষানবিশ মোঃ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি মনির হোসেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গড়ুইমহল ।
এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আগত
হাজারো দর্শক ও নিজ নিজ দলের সমর্থক। হাজার হাজার মানুষের ভিড় এ যেন এক মিলন মেলা। সত্যই মনোরম পরিবেশ। খেলা পরিচালনা করেন আক্তারুল ইসলাম ও শেখ আব্দুর গফুর। ধারাভাষ্যকার সাইদুজ্জামান ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]