নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে শ্রী শ্রী জগন্নাথ জাগ্রত ছাত্র সমাজ এর আয়োজনে শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব-২০২৩ মহাসমারোহে পালিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) শ্রী শ্রী জগন্নাথ জাগ্রত ছাত্র সমাজ এর আয়োজনে শ্রীশ্রী গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব-২০২৩ মহাসমারোহে পালিত হয়েছে। সারাদিনব্যাপী এই মহাৎসব অনুষ্ঠিত হয়
বিগত ৯ বছরের ধরে মহাৎসব করে আসছে তারিই ধারাবাহিকতায় এবারো অন্নকূট মহোৎসব, গিরি-গোবর্ধন পূজায়। প্রায় দুই হাজার ধরণের নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সকাল থেকে কীর্তন মেলা, ভাগবতীয় আলোচনা, গিরি-গোবর্ধন পূজা, অন্নকূট ভোগ দর্শন ও দুপুরে হাজার হাজার ভক্তদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্থান থেকে সকলে যোগদান করেন হাইমচর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবিন্দু, ডাঃ অমিত জানান, আজকে সাতদিন ব্যাপী গিরি – গোবর্ধন পূজা সারা পৃথিবী ব্যাপি পালিত হচ্ছে। আজকে এই পূজায় প্রায় দুই হাজার ধরণের নিরামিষ রাজভোগ তৈরি করা হয়েছে।
এই মহোৎসবে কেউ যদি অন্ন দান করে একসময় তার নিকট বহুগুনে আসবে, তার কখনো অন্নের অভাব হয় না। পরিশেষে সকলে সকলের কল্যাণের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন, এই মহোৎসবে কেউ যদি অন্ন দান করে একসময় তার নিকট বহুগুনে আসবে, তার কখনো অন্নের অভাব হয় না।পরিশেষে সকলে সকলের কল্যাণের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]