কামরুল ইসলাম চট্টগ্রামঃ
ফেসবুক লাইভে এসে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক সাংসদ মোস্তাক আহমেদ চৌধুরীর ছেলে শাহাদাত চৌধুরী রিংকু; যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
গত ৩ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ৬ মিনিট ২৪ সেকেন্ড বক্তব্য দেন রিংকু। ভিডিওটি নজরে আসার পর জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ওসি রাশেদুল ইসলাম।রিংকুর বাবা মোস্তাক আহমেদ চৌধুরী ১৯৭৯ সালে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৮২ সালের ১ মার্চ মারা যান তিনি। মোস্তাক আহমেদ চৌধুরীর পাঁচ ছেলে ও ছয় কন্যার মধ্যে শাহাদাত চৌধুরী রিংকু কনিষ্ঠ।
রিংকুর ফেসবুকে লাইভ ভিডিওতে লোহাগাড়া থানার ওসির উদ্দেশ্যে বলেন, ‘আজকে লাইভে আসার কারণ হলো লোহাগাড়া-সাতকানিয়ার প্রশাসনের উদ্দেশ্যে কিছু কথা বলা। যেগুলো আমাকে হতবাক করেছে। ওসি এবং যতগুলো অফিসার ইনচার্জ আপনারা আছেন, প্রথমে আপনাদের বলি, আপনাদের সংবিধানে কী লেখা আছে? ঐ জিনিসটা আগে আপনারা ভালো করে পড়বেন। আপনারা যেভাবে বিরোধী দলকে অহেতুক গায়েবি মামলা দিয়ে হয়রানি করছেন। বিশেষ করে লোহাগাড়া থানার ওসির উদ্দেশ্যে বলছি।
এসময় ভিডিও দেখা লোকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দয়া করে ভিডিওটা আপনারা লোহাগাড়া থানার ওসির কানে পৌঁছায় মতো আমাকে সাপোর্ট করবেন।’
লোহাগাড়ার ওসিকে উদ্দেশ্য করে রিংকু আরও বলেন, ‘যেভাবে আপনি মানুষকে হয়রানি করছেন, আপনি আজকে আপনার ডায়েরিতে লিখে রাখেন। আমি একজন সাবেক সাংসদপুত্র হিসেবে আপনাকে এ কথাটা বলে দিচ্ছি। আপনি গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে দমন করছেন কার জন্য, শেখ হাসিনার জন্য? স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য? যদি আপনার মা শেখ হাসিনা ক্ষমতায় না থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি ক্ষমতায় না থাকে তাহলে আপনি বাংলাদেশে যে প্রান্তেই যান না কেন আপনার থেকে আজকের এই দিনটার জন্য লোহাগাড়ায় এসে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেই দিন বেশি দূরে না।
এসময় হুমকি দিয়ে এই সাংসদপুত্র বলেন, ‘ওসি রাশেদ সাহেব আপনি যেভাবে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করছেন, আজ পর্যন্ত লোহাগাড়া থানায় অনেক ওসি এসেছে। কেউ এভাবে হয়রানি করেনি। আপনি লোহাগাড়ায় কার কোটায় আসছেন, আ জ ম নাছির আপনাকে বাঁচাতে পারবে না। নদভী, কসাই বাবুল বাঁচাতে পারবে না। আপনার প্রত্যেকটা আরএস-বিএস আমাদের কালেকশনে আছে। আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন, লোহাগাড়ার মাটিতে এনে বিচারের সম্মুখীন করবো। ইনশাআল্লাহ। বিরোধী দলকে এভাবে দমন করতেছেন, এগুলো আপনার মনে রাখতে হবে। আপনার ডায়েরিতে লিখে রাখেন। আমাদের ডায়েরিতে লেখা আছে। আমি যদি এমপিপুত্র হয়ে থাকি, আপনার বিচার লোহাগাড়ার মাটিতে করবো।
সাতকানিয়া সার্কেল এসপি ও ওসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘সাবধান হয়ে যান, প্রশাসন আপনারা প্রজাতন্ত্রের গোলাম। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়। আবার লোহাগাড়ার ওসি ও সাতকানিয়া সার্কেল এসপিকে বলছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে, আপনারা গ্রামের বাড়িতে থাকতে পারবেন না। আপনাদেরকে কেউ ভিক্ষাও দিবে না।
ভাইরাল হওয়ার জন্য ভিডিওটি করেননি জানিয়ে শাহাদাত চৌধুরী রিংকু বলেন, ‘আমি এই ভিডিওটা করছি একমাত্র আপনার কারণে। আমার ভাইরাল হওয়ার দরকার নেই, আমি মোস্তাক আহমেদ চৌধুরীর ছেলে। আমাকে সবাই চেনে। আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, সংবিধান মেনে কাজ করুন। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবো। আর যদি সংবিধান বিরোধী কাজ করেন, তাহলে লোহাগাড়ার জনগণের হাতে আপনার বিচার হবে।’—বলেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘আমরা নিরীহ কাউকে গ্রেপ্তার করিনি। পুলিশ তো কোনো মামলার বাদী নয়। পাবলিকের মামলায় নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হয়েছে। লোহাগাড়ার মানুষকে শান্তিতে রাখার জন্য অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতেছি। এটা তো আমাদের দায়িত্ব। সে আমাদের বিপ্লব কুমার সরকার স্যার ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। আমি তার বিরুদ্ধে জিডি করে রেখেছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]