মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সীমান্তে হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালান এবং সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি'র সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকাল ৪ টায় কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বাধীন হরিপুর উপজেলাস্হ“১নংগেদুরা ইউনিয়ন পরিষদ" প্রাঙ্গণে
একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিধি হিসেবে ঠাকুরগাও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ উপস্থিত ছিলেন। এছাড়াও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া/অতিক্রম না করা, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাটসহ ৩ ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদি পশু চরানোর সময় সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত না হওয়ার বিষয়ে প্রেষণামূলক বক্তব্য প্রদান করে। এছাড়াও তিনি সীমান্ত হত্যা রোধকল্পে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান করেন। সভায় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরাও সীমান্ত এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উল্লিখিত কার্যকলাপ হতে নিজেদের বিরত রাখার ব্যাপারে বক্তব্য প্রদান করেন। পরিশেষে এ ধরনের জনসচেতনতামূলক সভা আয়োজনের জন্য এলাকার স্থানীয় জনসাধারণ এবং সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবি'র এই মহতী উদ্দ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]