মোঃ আশরাফুল হুসাইন নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
বাংলাদেশের উপরে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সেই সাথে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড় যেসব এলাকায় তীব্রতা দেখাতে পারে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঝালকাঠির পিরিজপুর বরগুনা ফরিদপুর মোগলা পায়রা বন্দর ও কক্সবাজার এসব এলাকার নদী বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে আজ ১৭ ই নভেম্বর রাত্র ৯ টা হতে ১৮ই নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত এরমধ্যে যে কোন সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এসব এলাকার ছোট ছোট দ্বীপ স্বাভাবিক জোয়ারে চেয়ে ৮ থেকে ১০ ফুট পানি বৃদ্ধি হতে পারে এসব এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেক ঘনটায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইতে পারে যা দমকা ঝড়ো হাওয়ার কারনে ১৫০ কিলোমিটারে বৃদ্ধি পেতে পারে এসব এলাকার মানুষ কে নিরাপদ আশ্রয় থাকার অনুরধ করা যাছছে বিষেস করে সুন্দর বন এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয় থাকার অনুরধ করা যাছছে কক্স বাজার মোগলা ও পায়রা বন্দোরের জেলে ও মাছ ধরা নৌকা টলারদেরকে নিরাপদ আশ্রয় থাকার নিদদেস দেয়া গেলো %পরবর্তী সংবাদ না পাওয়া পর্যন্ত সবাই কে নিরাপদ আশ্রয় থাকার অনুরধ করা হইলো।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]