জি এম রাজু আহমেদঃ
গডুইমহাল সোনালি সংঘ কর্তৃক আয়োজিত বিশাল হাডুডু খেলা আয়োজন করেছে সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা ১১ নাম্বার রতনপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ। উক্ত খেলার একদিকে জোর প্রতিদ্বন্দিতা করে বহিরাগত প্লেয়ারের সমন্বয়ে গঠিত গোয়ালপোতা হাডুডু একাদশ অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করে বহিরাগত প্লেয়ারের সমন্বয় নিয়ে গঠিত গডুইমহাল হাডুডু একাদশ।
গ্রাম বাংলা থেকে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বিলুপ্তের পথে । সেই ধারাবাহিকতায় সাধারণ জনগণের আনন্দ উৎসব নিয়ে আজ শুরু হলো গড়ই মহাল প্রাঙ্গণে সেই হাডুডু খেলা । হাজার হাজার দর্শক এই খেলা দেখতে এসে ফিরে পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া ইতিহাসের এক নতুন অধ্যায় । গড়ুইমহল সোনালি সংঘ কর্তৃক আয়োজিত আজকের খেলার সভাপতিত্ব করেন আব্দুল হান্নান । আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের সাবেক ফুটবলার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সদস্য বাবু গাজী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি শিক্ষানবীশ আইনজীবী মোঃ এবাদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাহমুদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু আহমেদ । উক্ত খেলায় হাডাহাড্ডি লড়াই এর মধ্যে গোয়ালপোতা একাদশ জয়লাভ করে । খেলার পরিশেষে সভাপতি আব্দুল হান্নান গোয়ালপোতা হাডুডু একাদশকে পুরস্কার তুলে দেন ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]