কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামের হালিশহর থানা এলাকার বড়পুলে সন্ত্রাসী হামলায় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ই নভেম্বর) রাত প্রায় দশটার দিকে হালিশহর থানাধীন বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্যের পিছনে বোস্তান হোটলের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি'র হালিশহর থানায় আইনি সহযোগিতার জন্য আসেন। এ ঘটনায় জন্য তিব্র প্রতিবাদ জানিয়ে অতিসত্বর সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা ও লোহাগাড়া উপজেলা ।
সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বলেন,আমি ঘটনার সময় সহকর্মী হেলাল উদ্দিনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ভুয়া ম্যাজিস্ট্রেট খ্যাত হালিশহর থানার বড়পুল এলাকায় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিনের উপর সন্ত্রাসী কর্তৃক হামলার বিরুদ্ধে তথ্য সংগ্রহকালে মোঃ মিজান উল্লাহ সমরকন্দি প্রকাশ ভুয়া ম্যাজিস্ট্রেট খ্যাত মিজান উল্লাহ সমরকান্দি সাংবাদিক শফিকুল ইসলামকে বলেন'তুই শফিক না' 'এখানে কেন আসছিস' আমার ঘটনার ভিডিও করছিস, আমি তোকে চট্টগ্রাম ছাড়া করব, তোর কত বড় সাহস আমার তথ্য সংগ্রহ করতে আসছিস' এই বলে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগর গ্রামের মাওলানা ফরিদুল ইসলামের ছেলে মোঃ মিজান উল্লাহ সমরকান্দি
ছিল। হামলায় মুখ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি, বুকের উপর লোহার রড দিয়ে স্বজরে আঘাত করে এবং নগদ টাকা তারা ছিনিয়ে নিয়েছে।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের উপর হামলার ঘটনার দায়ী মিজান সমর কন্দীসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]