মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালীঃ
দুমকি উপজেলার মুরাদিয়ার চরগরবদীতে
হামলা ঘর ভাঙ্গচুর ও প্রাননাশের হুমকি দেয় সৈয়দ কামাল হোসেন, কে বা কাহারা রাতের অন্ধকারে কাঠাল গাছ কেটেছে, সেই সুত্র ধরে ১২/১১/২০২৩ রোববার সকাল ৭ টার সময় সৈয়দ আব্দুর রহমানের ঘরে হামলা চালায় তখন ঘরের জানালা ভাঙ্গচুর এবং বিছিন্ন প্রকার গাছে কেটে ফেলেছে,ঘটনার দিন সৈয়দ আব্দুর রহমানের পরিবারের কেউ বাড়িতে ছিল না,,বিকালে তার ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন ( সাইফুল) বাড়িতে এসে জিঞ্জাসা করলে প্রতিপক্ষ সৈয়দ কামাল, সৈয়দ সোহেল ,সৈয়দ মানিক, , সৈয়দ স্বাধীন, এবং কামালের স্ত্রী লাইজু লাঠি ও দা দিয়ে ধাওয়া ও গালাগালি করে ও ঘর ভাংচুর করতে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিবেশ তৈরি হয় ,, তাৎক্ষণিক মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবর পেয়ে গ্রাম পুলিশ মোঃ হুমায়ূন কবির মৃধাকে পাঠালে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বললে সৈয়দ কামাল হোসেন ও তার ভাই সৈয়দ সোহেল উত্তেজিত হয়ে গ্রাম পুলিশকে বলে আপনি কেন এখানে এসেছেন এই বলে গালাগালি ও প্রাননাশের হুমকি ও তাকে চাকুরীচ্যুত করার হুমকি দেয় , বিকেলে আব্দুর রহমানের পুত্র মোঃ মোয়াজ্জেম হোসেনকে উক্ত ঘটনার জেড়ে কামাল ও সোহেল প্রান নাশের হুমকি দেয়,, এ ব্যাপারে গ্রাম পুলিশ হুমায়ুন কবির দুমকি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জিডি নং ৫৩১।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]