নিজস্ব প্রতিবেদনঃ
সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে বললেন সুজিত রায় নন্দী
চাঁদপুরে মুক্তিযুদ্ধা সৈনিক হত্যা দিবসে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ১৯৭৫ সালে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল হিসেবে বঙ্গবন্ধু ও তার স্বপরিবারকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয় জাতীয় নেতাদের জেল হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধে যারা সেনাবাহিনীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে। তাদেরকে হত্যাকরার একটাই উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ কে পাকিস্তানি ধ্যান-ধারণায় পরিচালিত করার লক্ষে মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল। তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার ৭ নভেম্বর চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সন্তোষ দাস, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন বাবর, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি মালেক দেওয়ান, শ্রমিক লিগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহব্বায়ক এস এম জয়নাল আবেদিন, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আমেনা বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শফিক গাজী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল মজুমদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট জসিমউদদীন মিঠু এডভোকেট রুহুল আমিন সরকার সদস্য বদিউজ্জামান কিরন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিশ্বস্ত ভ্যানগার্ড় মোঃ সোহেল হাওলাদার। বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল সহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করে ইসলামিক ফাউণ্ডেশন এর কর্মকর্তা বিল্লাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]