মো:আলাউদ্দিন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুরে পেট্রোল বোমা মেড়ে একটি পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ৩ টার উপজেলার মৌগাছি ইউনিয়নের রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা ও পুলিশ গিয়ে আগুন নেভায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাজশাহী থেকে একটি ট্রাক পোল্ট্রি ফিড নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে বাগমারার হাটগাঙ্গোপাড়ার দিকে যাচ্ছিল। পথে রাজশাহীর মোহনপুর উপজেলার নন্দনহাট এলাকায় ট্রাক থামিয়ে প্রথমে ভাঙচুর করে একদল ব্যক্তি। ছয়টি মোটরসাইকেলে ১২ জনের লোক ছিল। একপর্যায়ে তারা ট্রাকের সামনে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তারা তৎক্ষণাৎ মোহনপুর থানায় ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
ট্রাক চালক জহুরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে পোল্ট্রি ফিড নিয়ে বাগমারার দিকে যাচ্ছিলেন। তারা ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের সামনে এসে প্রথমে ভাঙচুর করে। এতে ভয়ে তারা ট্রাক থেকে নেমে আসেন। পরে তারা ট্রাকের ভেতরে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও গণমাধ্যম মুখপাত্র মোঃ রফিকুল আলম বলেন, বিএনপির নাশকতাকারীরা ট্রাক থামিয়ে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা ছয়টি মোটরসাইকেলে ছিল। আগুন ধরিয়ে দিয়ে তারা গ্রামের রাস্তা দিয়ে চলে যায়। পুলিশ তাদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]