কামরুল ইসলাম চট্টগ্রামঃ
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র্যালী শুরু করেন। র্যালীটি থানা কম্পাউন্ড থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে থানা রাস্তার মাথা পর্যন্ত পদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে শেষ করেন। র্যালী শেষে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
থানার সেকেন্ড অফিসার হীরুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইলাম খান, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল ছবুর, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মন্নান, মোঃ জয়নুল আবেদীন জনু ও মহিলা সদস্য সাজেদা বেগম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, এসআই জেসমিন আক্তার, এসএআই জাহাঙ্গীর আলম, এএসআই আবদুল হালিম, এএসআই রাশেদ, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ, সুজন বড়–য়া, রাশেদুল ইসলাম রিপন, শিরিন আক্তার, রেনু আরা বেগম, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য শারফু সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কায়সার হাসান বাপ্পী, সাবেক সদস্য সুনীল সরকার, ব্যবসায়ী নেতা আবদুল মালেক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]