কামরুল ইসলাম চট্টগ্রামঃ
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার হোয়াইক্যং হাইওয়ে থানার একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০০০ হাজার পিছ ইয়াবাসহ ১টি সিএনজি গাড়ি আটক করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) সন্ধ্যা ৭ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরীর নের্তৃত্বে সংগীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন কেরুণতলী চাকমারকুল রাস্তার মাথা নামক স্থানে বিশেষ চেক পোষ্ট ডিউটি করাকালীন টেকনাফ এর দিক হতে কক্সবাজার মূখী একটি সিএনজি থামার জন্য সংকেত দিলে সিএনজিটি উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে উপস্থিত ফোর্সের সহায়তায় গাড়িটি আটক করতে পারলেও সিএনজি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত সিএনজি স্বাক্ষিদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালক এর সিট এর নীচে একটি হালকা সবুজ রং এর পলিথিনের ভিতর কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট খুলার পর সেখানে ৫টি সাদা রং এর পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ৫টি পলি ব্যাগের প্রতিটিতে ২০০০ পিস করে ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ পূর্বক ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি; যার রেজিঃ নং - কক্সবাজার-থ-১১-৯৭২ গাড়িটা আটক করা হয়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১০০০০×৩০০ ৩০০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। সিএনজিটির ড্রাইভারের নাম যাচাই পূর্বক কক্সবাজার জেলার টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]