শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়ায় হক স্পোর্টিং ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র্যালী জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায় শের-ই-বাংলার ১৫০ তম জন্মদিন পালন করা হয়েছে।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী অবিসংবাদিত নেতা বাঙ্গালী জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা জাতীর শ্রেষ্ঠ সন্তান শের-ই- বাংলা(আবুল কাশেম ফজলুল হক)তিনি ২৬ অক্টোবর ১৮৭৩ সালে জন্মগ্রহণ করেন এবং ৮৮ বছর বয়সে ২৭ ১৯৬২ সালে এপ্রিল মৃত্যুবরণ করেন।
২৬ অক্টোবর বৃহস্পতিবার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের হক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা চাখার বাজার থেকে শুরু করে সলিয়াবাকপুর ইউনিয়ন প্রতিক্ষণ করে বানারীপাড়া বন্দর বাজার, বাসস্ট্যান্ড, রায়েরহাট, গুয়াচৈত্রা হয়ে চাখার গিয়ে শেষ হয়,বিকালে শের-ই-বাংলার নামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জমকালো কেক কাটা অনুষ্ঠান শেষে কনসার্ট উপভোগ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তাজার্তিক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও শের-ই-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শের-ই-বাংলা দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু,শের-ই-বাংলার নাতনি কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারহনাজ হক,
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস,, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ৪ বারের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুন,চাখার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক সিকদার প্রমুখ।
অধ্যাপক কাজী হারুন-অর-রশীদের সঞ্চলনায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কে ফাইয়াজুল হক রাজুর মেয়ে সাবিতা হক, জামাই সাদ চৌধুরী ও ছেলে ফারদিন ফাইয়াজ প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল পুরুষ মেম্বর ও মহিলা মেম্বর সহ, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিসমাজ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]