মোঃ মিন্টু শেখঃ
মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার পর অনেক মানুষ আটকা পড়ে আছেন। এর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। এর মধ্যে অনেকেই ভবনে আটকাও পড়ে আছেন। তবে তাদের আমরা নিরাপদে নামিয়ে আনার চেষ্টা করছি। ইতোমধ্যে ৬ জনকে নামিয়ে নিরাপদ গন্তব্যে রাখা হয়েছে।
জানা গেছে, ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুনের সূত্রপাত হলেও বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষ। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকরই শ্বাসকষ্ট হচ্ছে। নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষ আটকা পড়ে আছেন। এর আগে, বিকেল সাড়ে ৪টার কিছু সময় আগে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]