মোঃ আশরাফুল হুসাইন নিজস্ব প্রতিনিধিঃ
সেন্ট্রাল প্রেসক্লাব ঢাকা Govt.Reg.No.8262(283)
আগামীকাল ২৫ শে অক্টোবর কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দরের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে এসব এলাকার নদ নদী ও সমুদ্রের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১৫ ফুট বৃদ্ধি পেতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে মংলা বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে ও পায়রা বন্দরকে ৫ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এ সফ এলাকার নওজানগুলোকে নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সাতক্ষীরা মোগলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা বরিশাল পায়রা বন্দরের উপর দিয়ে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সকলকে নিরাপদ আশ্রয় থাকার জন্য অনুরোধ করা হইল নিজেদের খাওয়ার জন্য শুকনা খাদ্য খাবার সংগ্রহে রাখুন ও কিছু ঔষধ পানি সাথে নিয়ে রাখুন কিছু শুকনা জামা কাপড় ভালোভাবে পলিথিন ব্যাক করে রেখে দেন যেন দুর্যোগ পরবর্তীতে ব্যবহার করতে পারেন যত দ্রুত সম্ভব যার যার এলাকার নিরাপদ আশ্রয় অবস্থান করেন নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে উৎসাহিত করুন ====বিডি মেঘনা news24 সময়ের সাথে সবার আগে Md Ashraful Hussain ==satkhira district
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]