নিজস্ব প্রতিনিধিঃ
ইউএসএআইডির সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পরিচালিত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যাডস্কেপ প্রকল্পের আওতায় ১৬/১০/২০২৩ইং (সোমবার) চাঁদপুরে নারী এবং যুবকদের সমস্যা চিহ্নিত করণ এবং তার সমাধানে সুপারিশ প্রণয়ন শির্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটিতে উপস্থিত ছিলেন জনাব মুনির চৌধুরী, সভাপতি, মাল্টিপার্টি এডভকেসি ফোরাম চাঁদপুর এবং জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, আবু নাছের পাটোয়ারী, সাধারণ সম্পাদক, মাল্টিপার্টি এডভকেসি ফোরাম চাঁদপুর এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ, অ্যাডঃ মুনিরা চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি, অধ্যাপিকা মাসুদা নুর খান, আহ্বায়ক জেলা মহিলা আওয়ামী লীগ, এছাড়াও জেলা আওয়ামি লীগ, জেলা বিএনপি ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সামাজিক সংঠনের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধি, নারী সংগঠন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কর্মশালাটিতে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীগণ স্থানীয় নারী ও যুবকদের সমস্যা সমূহ চিহ্নিত করেন এবং তা সমাধানে সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, আল আমিন ফয়সাল, রাজনৈতিক ফেলো ডেমক্রেসি ইন্টারন্যাশনাল এবং চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, শেখ মোঃ হাবিব, রাজনৈতিক ফেলো ডেমক্রেসি ইন্টারন্যাশনাল এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]