মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টারঃ
নৌপুলিশের এসপি আশিক সাঈদ এর ,দিকনিদেশনায় দৌলতদিয়া ফেরীঘাট হতে ৪ ডাকাত আটক৷
রাজবাড়ীর দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটের ফেরীঘাট হতে অভিযান চালিয়ে ৪জন ডাকাতকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
সোমবার ১৬ই অক্টোবর সন্ধায় নৌপুলিশের এসপি আশিক সাঈদ এর দিকনির্দেশনায় দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, ১৫ই অক্টোবর গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে দৌলতদিয়া ১নং ফেরী ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে, প্লাস্টিকের ত্রিপল দ্বারা ছাউনিকৃত অস্থায়ী একটি ঘরে কতিপয় কয়েকজন ব্যাক্তি দেশি অস্ত্ৰ সন্ত্রে সজ্জিত হইয়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরীতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৪জন ডাকাতকে গ্রেফতার করে নৌপুলিশ।
আসামীরা হলো, মানিকগঞ্জ জেলার সদর থানার বরাই পুর্বপাড়া ২নং ওয়ার্ডের মোঃ কালু মিয়ার ছেলে ১। মোঃ মাসুদ মামুন মিয়া (৫০), গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়া গ্রামের মোঃ ভানু মোল্লার ছেলে ২। মোঃ আকবর মোল্লা (৪৮), দৌলতদিয়া ৩নং ফেরীঘাটের শাহাদাত মেম্বার পাড়া গ্রামের মৃত উকিল মোল্লার ছেলে ৩। ওসমান মোল্লা (৫১), এবং একই গ্রামের মৃত্যু ছদন কাজির ছেলে ৪। মোঃ মাদার কাজী (৫৪), সহ মোট চারজনকে ১টি ছুরি ও ১টি দা (ছেনী) সহ আটক করে নৌপুলিশ। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]