মোঃ মিন্টু শেখঃ
ভারত বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ রবিবার ১৫ অক্টোবর, মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। রানবন্যা বইয়ে দেওয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা আড়াইটায়। এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই এই ম্যাচে নেমেছে ইংলিশরা। বিপরীতে আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে রানখরায় কাটানো নাজিবউল্লাহ জাদরানের পরিবর্তে তারা উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলিখিলকে দলে নিয়েছে।
আগে ফিল্ডিং নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই বলে টসের সময় জানিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে এটি ভালো ব্যাটিং উইকেট হবে। আমরা ট্যালেন্টেড ও কঠিন একটি দল নিয়ে খেলছি, তবে মাঠের খেলাতেই আমাদের মূল মনোযোগ। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয়টিতে আমরা বেশ উন্নতি করেছি। এমন ফর্মের জন্য আমরা গর্বিত।
অন্যদিকে, আফগানিস্তানও আগে বোলিং নিতে চেয়েছিল বলে জানান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী, ‘বেশ ভালো উইকেট মনে হচ্ছে। আমরা যতটা সম্ভব ভালো স্কোর করতে চাই এবং প্রতিপক্ষকে চাপে রাখাই মূল লক্ষ্য। ৩০০-এর অধিক রান করতে পারলে দলের স্পিনারদের জন্য ভালো সুযোগ থাকবে।
ইংল্যান্ড একাদশ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]