গোপালগঞ্জ

মকসুদপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
মুকসুদপুর থানার সর্বস্তরের মানুষের সাথে মান্যবর পুলিশ সুপার সম্প্রীতি সভা অনুষ্ঠিত: অদ্য ১৩ অক্টোবর মুকসুদপুর থানা, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সম্মানিত মেয়র,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগন। পুলিশ সুপার ফুলের তোড়ার মাধ্যমে অভ্যর্থনা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ। এ সময় পুলিশ সুপার সকলের সাথে শারদীয় শুভেচছা বিনিময় করেন এবং আসন্ন পূজা নিয়ে নিরাপত্তামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button