মোঃ মিন্টু শেখঃ
আজ ১২ অক্টোবর বোয়ালমারী থানা চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ আব্দুল ওহাব, অফিসার ইনচার্জ, বোয়ালমারী থানা, ফরিদপুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়। এসময় তিনি বলেন-'দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটা মণ্ডপে আশপাশের সবাইকে নিয়ে সম্প্রতি কমিটি করতে হবে। প্রতি মণ্ডপে ১০ সদস্যের একটি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন। তারা পুলিশের পাশাপাশি ২৪ ঘন্টা পূজা মণ্ডপ পাহারার দায়িত্ব পালন করবেন। এছাড়া পূজা মণ্ডপে নিজস্ব সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসি ক্যামেরা না থাকার কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার সকল দায়ভার পূজা মন্ডপের কমিটির উপর বর্তাবে। মাদক সেবন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর, শাহজাহান মীরদাহ পিকুল, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, বোয়ালমারী, অধ্যাপক আব্দুর রশিদ, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সাহা, চতুল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিগণ, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]