চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১০ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয় ফয়সাল শপিং কমপ্লেক্সের (তৃতীয় তলায়) বাস স্ট্যান্ড চাঁদপুর সংগঠনের সভাপতি হাজী নুরুল আলম লালুর সভাপতিত্বে অসাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাসুদ আখন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, এক নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান (মাঈনুল), যুগ্ম সম্পাদক এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী,প্রবীণ সংগঠক কোষাধাক্ষ সম্পদ সাহা, প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক টিটন ঘোষ, মামুন, কার্যকরী কমিটির সদস্য কোরবান,কালু, কচুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুবেল গাজী সহ অনেক।
সভাপতি তার বক্তব্যে বলেন আমাদের চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন এজন্য আমরা চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে রেজুলেশন এর মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি।
মোঃ মাসুদ আখন্দ তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসান স্বাক্ষরিত কমিটি আমি পেয়েছি এখন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করব আপনারা সবাই আমাকে সাংগঠনিকভাবে সব ধরনের সহযোগিতা করবেন যাতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি।
সভায় ভক্তরা বিভিন্ন উপজেলা কমিটি গঠন জেলা কমিটির সংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।
গত ২৬ আগস্ট কেন্দ্রীয় কমিটির ৩৫ তম কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় (২০২৩-২০২৫) মেয়াদে সমিতির অন্তর্বর্তীকালীন নতুন ৪২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে হাজী মাসুদ আখন্দ মনোনীত হওয়ায় চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]