মোঃ নাজমুল হাসান নাজিরঃ
সাপুরে একটি পেশাজীবি সম্প্রদায়। যারা অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে নানা উপায়ে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের খোরাইদ, জয়নগর এলাকায় ১৯৯৭ সালে নৌকা ছেড়ে সাপুরেরা পরিবার পরিজন নিয়ে ছোট ছোট ঘর তুলে বসবাস করেন।
এখানে প্রায় ১০০০-১২০০ সাপুরেদের বসবাস। সাপুরেরা সাপের খেলা দেখানোর জন্য এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে সাপের খেলা, তাবিজ বিক্রি করে অর্থ উপার্জন করছেন। কিন্তু কয়েক বছর যাবৎ বন বিভাগের লোকের মাধ্যমে হয়রানীর শিকার হচ্ছেন। সাপুরে আলমগীর হোসেন বলেন, গত ১৫ দিন আগে আমি পিরোজপুর যাই খেলা দেখানোর জন্য পরে আমাকে বন বিভাগের লোকজন ধরে নিয়ে আমার সাথে থাকা সাপ ও নগদ টাকা নিয়ে যায়। আমরা এই হয়রানী থেকে বাঁচতে চাই। সাপুরে মহল্লার সর্দার আয়াত আলী জানান যে, আমরা এই হয়রানী থেকে বাঁচার জন্য বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রী বরাবর ১৮/০৪/২০২৩ইং তারিখে একটি লিখিত অভিযোগ জানাই। আমরা এখনও এর কোনো প্রতিকার পাই নাই। আমরা চাই সরকার আমাগো নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমরা এই পেশা থেকে ফিরে আসবো।
আরেকজন সাপুরে খোরশেদ আলম জানান, আমি গত ১০ দিন আগে সাপের খেলা দেখানোর জন্য চট্টগ্রাম যাই সেখানেও বন বিভাগের লোকের মাধ্যমে হয়রানীর শিকার হওয়া লাগছে। এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমার সাথে যোগাযোগ করলে সরকারি ভাবে চেষ্টা করবো তাদের বয়স অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]