কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সাঃ) ১২তম দিবসের আলোচনায় বক্তারা
১৯ দিনের এই মাহফিলে সীরাতুন্নবী (স.) নবী প্রেমিকদের মিলন মেলা
যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১২তম দিবসের অনুষ্ঠান ০৮ অক্টোবর ২০২৩ রবিবার চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়া’র সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবু তাহের নদভী’র সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম। “সূরা তাকাসুরের তাফসীর ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম কদমতলী রওশন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইসমাঈল হানাফী, “মাযহাব অনুসরণের প্রয়োজনীয়তা ও হানাফী মাযহাবের বৈশিষ্ট্য বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সাইয়্যেদুল আলম আরমানী, “কামিল মুর্শিদের পরিচয়। মুর্শিদে কামিলের প্রয়োজনীয় গুণাবলী” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, “কামিল মুমিনের পরিচয়, হাদীসের আলোকে ঈমানের শাখাসমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন ঢাকা চকবাজার সিরাজুমমুনিরা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা তাসলিম আহমদ। বক্তারা বলেন ১৯দিনের এই মাহফিলে সীরাতুন্নবী (স.) নবী প্রেমিকদের মিলন মেলা, আশেকে রাসুল খ্যাত হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল এতদঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মাহফিলের সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে আন্তাজাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এটি এ অঞ্চলের ধর্মপ্রাণ তৌহিদি জনতার বৃহৎ মিলনমেলা হিসেবে পরিচিত। মাহফিলে দেশের বিখ্যাত আলেম-ওলামারা নির্ধারিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে থাকেন বলে তাই লক্ষ লক্ষ জনতা এই মাহফিল শুরু হওয়ার অপেক্ষায় থাকেন। কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাঈদুল ইসলাম, সাহাল মুহাম্মদ আশিক, ক্বারী মাওলানা আজিজুর রহমান।
না’আতে রসূল (সা.) পরিবেশন করেন হাফেজ আহমদ সাদ, মুহাম্মদ মুস্তাকিম ছিদ্দিক, নজীবুল ইসলাম লবীব, শামিমুল ইসলাম। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন,শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]