মোঃ মিন্টু শেখঃ
গত দুই দিন আগ থেকেই দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। আর সারাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় ১৭৩ মিলিমিটার।
ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শুক্রবারও রাজধানীসহ সারাদেশে বৃষ্টি চলতে পারে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রবিবার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]