মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পালিয়ে যান আরও এক মাদক কারবারি। অভিযানে ৪৮ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের জব্দ করা হয়।
আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার এবং মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– শহরের কাচারীপাড়া মহল্লার সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধর (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোর্সকে কাজে লাগিয়ে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ৫ বোতল মদসহ সাগর চন্দ্র মন্ডল ও রাতুল সূত্রধরকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যমতে ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকার ভজন নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এর আগেই ভজন পালিয়ে যান।
মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। ওসি বলেন, এ বিষয়ে রাতেই গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতককে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]