মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
বুধবার ২৭শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা- শ্রীরামকান্দী এলাকার বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।
শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক শিক্ষক - অভিভাবক মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আল- মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মোজাম্মেল হক টুটুল মেয়র টুঙ্গিপাড়া, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলন প্রকৌশলী মো: আইয়ুব রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মো: নুরুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তম রায় ইন্সট্রেক্টর (পদার্থ বিদ্যা), জীবন মিয়া ক্রাফট ইন্সপেক্টর কম্পিউটর, এসএম আলআমিন শেখ ক্রাফট ইন্সটাক্টর ইলেক্টিক্যাল, নীপা মজুমদার ক্রাফ্ট ইন্সট্রাক্টর কম্পিউটার, কাকলী মন্ডল অতিথি বক্তা, বিচিত্রা সরকার (বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ), শোয়েব আক্তার ইংরেজি(ইংরেজি), নাজিম ফকির (ইলেক্টিক্যাল) গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন(অভিভাবক), আলমগীর বিশ্বাস (অভিভাবক) সহ আরোও অনেকে।
অনুষ্ঠানে সকল অভিভাবকরা বিদ্যালয়ে আসা তাদের সন্তানদের নানা বিধি সমস্যার ব্যপারে আলোচনা করেন তার মধ্যে প্রতিষ্ঠানটিতে ছাত্র দের কোন টিফিন ব্যবস্থা, ক্যান্টিন নাই, টিফিনের জন্য বাইরে যেতে দেওয়া হয় না, গেইট বন্ধ রাখা ও নিয়মিত ক্লাশ না হওয়ার কথা, কারিগারিক কোন প্রশিক্ষন ব্যবস্থা নাই এই সকল বিষয়ে বিশেষ ভাবে আলোচনা হয়।
আনুষ্ঠানে বিশেষ আতিথি মেয়র টুঙ্গিপাড়া শেখ তোজাম্মেল হক টুটুল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবকদের সকল সমস্যা শোনেন এবং সকল সমস্যা দ্রুত সমাধান করবে বলে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]