মোঃ মিন্টু শেখঃ
নড়াইলের লোহাগড়া থানা এলাকায় সমর মজুমদারের বাড়িতে দস্যুতার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গত ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত ১,০০ ঘটিকার সময় লোহাগড়া উপজেলার নালিয়া (উত্তরপাড়া) গ্রামের সমর মজুমদারের দ্বিতল বিল্ডিং বসত বাড়িতে অজ্ঞাতনামা ৩/৪জন ডাকাত নিজতলার দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে।
তারা অস্ত্রের মুখে সমর মজুমদারের ভাতিজা পলাশ ও পলাশের মা শোভা রাণীকে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণ অলংকার এবং ০৩টি মোবাইল ফোনসহ মোট ৪,১৬০০০/- হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সমর মজুমদার, বাদী হয়ে লোহাগড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ মোঃ মোরছালিন সঙ্গীয় ফোর্স নিয়ে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার তেলকাড়া বেরীবাধ সুইচগেট এলাকা থেকে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১/ মকবুল হোসেন (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতনখালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে, অপর আসামী ২/ মোঃ ইব্রাহিম (৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মেছেরডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সীর ছেলে।
এসময় উক্ত আসামীদ্বয়ের নিকট থেকে একটি তালা কাটার লোহার রেঞ্জ এবং লোহার রড উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, সংশ্লিষ্ট অন্যন্য আসামীদের গ্রেফতার ও লুঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ সাদিরা খাতুন মহোদয়ের নিদেশনায় জেলা পুলিশ সবদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]