সালমা আক্তার কুমিল্লা প্রতিনিধিঃ
দাউদকান্দি ঈদগাহের মাঠে প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ঈদগায়ের মাঠে মালামাল রাখার অভিযোগ উঠেছে
সর জমিনে গিয়ে জানা যায় দাউদকান্দি উপজেলা ঈদগায় মাঠটি খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে রয়েছে, একটি দাখিল মাদ্রাসা, একটি মডেল মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয়, এবং কেন্দ্রীয় কবরস্থান, সেই মাঠে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রেখে শিক্ষার্থীরা খেলাধুলা ও মাঠ অব্যবহার যোগ্য হয়ে পড়েছে, ফলে একদিকে যেমন নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে, অপরদিকে মৃত মানুষের জানাজা দিতে সমস্যা হচ্ছে, তাই এ মাঠে যাতে কোন প্রভাবশালী মহল যাতে ময়লা স্তূপর যাতে না রাখে, তাই কবরস্থানের কমিটি ও এলাকার সমাজসেবকরা এর প্রতিবাদ জানিয়েছি, এ ব্যাপারে উপজেলা তাঁতীলীগের সভাপতি রুবেল মিয়া বলেন, মহা সড়কের উত্তর পাশে তিন দিকে চারটি প্রতিষ্ঠান রয়েছে, এ মাঠে ময়লা রাখার কারণে শিক্ষার্থীরা সহ কেউ মাঠটি ঠিকমতো ব্যবহার করতে পারছে না, তাই প্রশাসনের নির্দেশ অপেক্ষা করে তারা যাতে ময়লা অথবা কোন নির্মাণ সামগী রাখতে না পারে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানাই।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]