মোঃ হোসাইন বিশেষ প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য" কথাটা যদি সত্যিই মানবিক হয় তাহলে ফুটফুটে তিনটি জমজ কন্যা সন্তানের জন্য খুবই মানবিক। জন্মের পর থেকেই নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলনার পাইকগাছা গদাইপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী বিউটি আক্তারের গর্ভে জন্ম নেয় তিনটি জমজ কন্যা সন্তান। যাদের নাম রাখা হয় রোজা মনি,ফতেমা খাতুন, ও আয়শা খাতুন। গত ২৮ জুলাই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা জম্ম গ্রহণ করে। শিশু তিনটি ফুটফুটে সুন্দর হলে কি হবে জন্মের সাথে সাথেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। হতদরিদ্র রবিউল ইসলাম একজন হতদরিদ্র।চা বিক্রি করে চলে তার সংসার।
এরপর সদ্য ভূমিষ্ট নিউমোনিয়ায় আক্রান্ত তিনটি শিশুর চিকিসা করাতে যেয়ে আরও নিঃস্ব হয়ে পড়েছে। দোকান বন্ধ। আয় রোজগার নেই। আর্থিক দৈন্যতায় ভুগছে। জায়গা জমি বা কোন সম্পদ বলতে কিছুই নেই। সাংবাদিকদের কাছে বর্ণনা তার জীবনযাপনের করুণ কাহিনী। আর্থিক সহায়তার দাবী জানিয়ে প্রকাশ করার দাবী করে সংবাদ মাধ্যমে। রবিউল ইসলামের জানান তার সন্তানদের বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার কাছে নেই। অগত্য বাধ্য হয়ে সকলের কাছে সাহা্য্যের হাত বাড়িয়েছে। দিয়েছে ,
গদাইপুর বাজারের চায়ের দোকানদার রবিউল ইসলামের
আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ
বিকাশ পার্সোনাল নং০১৮২৩ ২৮৭৭৬৭) নগদ- ০১৯৯৪-৫৫৬৫৪৪।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]