মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক রানা (২৮) কে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার আড়ানী পৌরসভার (৪নং ওয়ার্ড) নুরনগর গ্রামে অভিযান পরিচালনা করে আশিক রানাকে আটক করে র্যাব।
এসময় আশিকের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা অবৈধ মাদকদ্রব্য ৬০০ গ্রাম হেরোইন ও ৪টি চাইনিজ কুড়াল উদ্ধার করে র্যাব। একাধিক সূত্রে জানাযায়, আড়ানী পৌর আওয়ামী লীগের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রশ্রয়ে মূলত নিম্নবিত্ত পরিবারের বখে যাওয়া সন্তানদের নিয়ে আশিক গড়ে তুলছে আড়ানী রেল স্টেশন এলাকায় ত্রাসের রাজত্ব। এবং প্রভাবশালী নেতার প্রশ্রয়েয় ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠছে আশিক।
আর এ ভাবেই মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, নারী দিয়ে ফাঁসানো সহ অন্যান্য মারাত্মক সব অপকর্ম করে থাকে। এতোটাই নিষ্ঠুর হয়েছে উঠেছে আশিক সহ তার সহযোগীরা একই দিনে এলাকার প্রায় দশ জনকে নির্মমভাবে মারপিট করে গুরুতর আহত করেছে। এমন অসংখ্য ঘটনা রয়েছে। র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকের হেফাজত থেকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]