মোঃ শাকিল আহমেদ চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অন্তঃগত ঘোরজান ইউনিয়নের ফুলহারা, মুরাদপুর, চর ধীতপুর, কৈরট সহ ৪-৫ টি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ৫-৬ কি:মি: এলাকা।
যমুনা নদীর পানি বাড়ায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান আবাদি জমি। ভাঙ্গনের কারণে নিজের শেষ আশ্রয় টুকু যেন রক্ষা করতে পারছে না।
নদী ভাঙ্গনের বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান, ৩০ থেকে ৪০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। আমরা নদী ভাঙ্গনের শিকার, আমাদের ঘরবাড়ি জমি জমা শিক্ষা প্রতিষ্ঠান প্রায় নদীর গর্ভে চলে গেছে। এখন আমরা নিঃস্ব, আমাদের দেখার যেন কেউ নেই। আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি কিন্তু জমি নদীর গর্ভে চলে গেছে, আমাদের তেমন কিছু নেই স্বপ্নের শেষ আশ্রয়টুকু ছাড়া।
এলাকাবাসী আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সকল জায়গায় উন্নয়ন হলেও আমাদের অবহেলিত চর অঞ্চলের কোন উন্নয়ন হয়নি। আমাদের এমপি সাহেব,উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জন প্রতিনিধিরা শুধু ভোটের সময় আশ্বাস দেন আপনাদের এই অঞ্চলকে আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা করব, গ্রাম হবে শহর এগুলো বলে কাজের বেলা কিছুই না।
আমরা অবহেলিত অঞ্চলের মানুষেরা চাই আমাদের একটি স্থায়ীবাধ হোক । আমাদের স্বপ্নের শেষ আশ্রয়টুকু নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি এটাই আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]